বিনোদন ও সৃজনশীলতার ঠিকানা হিসেবে টিকটক দোহা ফিল্ম ইনস্টিটিউটের (ডিএফআই) সঙ্গে ক্রীড়াভিত্তিক শর্ট ফিল্ম প্রতিযোগিতার উন্মোচন করেছে। প্রতিযোগিতাটির উদ্দেশ্য সৃজনশীলতা এবং প্যাশনের মাধ্যমে ভিডিও তৈরি করে ওই অঞ্চল ও অঞ্চলের বাইরের নির্মাতাদের উত্সাহিত করা।

২০২২ সালের অক্টোবরে কাতার জুড়ে এটি অনুষ্ঠিত হয়েছে, যার হ্যাশট্যাগ ছিল #DreamTheImpossible। টিকটকের এই শর্ট ফিল্ম প্রতিযোগিতাটির উদ্দেশ্য হলো সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বিনোদন দেয়া।

এটি টিকটকের চলমান প্রতিশ্রুতির বাস্তবায়ন, সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে আনলক করা, অর্থবহ করে তোলা, দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা এবং বিভিন্ন সংস্কৃতিকে একত্রে আনাও এর উদ্দেশ্য।

কাতারের জন্য চলতি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দেশটি প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মতো শীর্ষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। এটি অনেকটা অসম্ভব বলে মনে হতে পারে, তবে কাতার সেই অসম্ভবকে সম্ভব করতে কাজ করছে।

কমিউনিটির সৃজনশীলতার উদযাপন, টিকটক দোহা ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে পার্টনারশিপে দোহা ফিল্ম কম্পিটিশনের মাধ্যমে শিল্পী, ফিল্মমেকার এবং তাদের সৃজনশীল গল্প তৈরিতে উৎসাহিত করছে। #ড্রিমদ্যপসিবল ক্রীড়াভিত্তিক সেই সৃজনশীল থিম তৈরির প্ল্যাটফর্ম।

৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিন সপ্তাহব্যাপী প্রতিযোগিতাটি #DreamTheImpossible হ্যাশট্যাগ ব্যবহার করে চলচ্চিত্রনির্মাতা, নির্মাতা এবং গল্পকারদের কাছ থেকে প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য ভিডিও জমা চায়।

সেখানে তারা নিজেদের অর্জনের বিষয়ে তাদের গল্প শেয়ার করে। #DreamTheImpossible হ্যাশট্যাগ ব্যবহার করে সেগুলো পোস্ট করতে হয়। সেখান থেকে ডিএফআই সেরা ১০টি ফিল্ম শর্টলিস্ট করে বেছে নেবে।

দোহা ফিল্ম প্রতিযোগিতায় জমা পড়া ভিডিওগুলোর প্রতিটি ক্যাটগরি থেকে শীর্ষ ১০টি করে বাছাই করা হবে, চূড়ান্ত মনোনয়ন পাওয়াদের ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমেই ভোট দেয়া যাবে। এদের মধ্যে চূড়ান্তভাবে যারা সর্বোচ্চ ভোট পাবেন, পরের দিন অর্থাৎ ৭ নভেম্বর তাদের জয়ী হিসেবে ঘোষণা করা হবে।

টিকটক হলো সৃজনশীল কনটেন্ট তৈরি ও তা প্রদর্শনের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এখানে ছোট ভিডিওর মাধ্যমে গল্প বলে সৃজনশীলতা ও সংস্কৃতির বিষয়গুলো শেয়ার করা যায়।

#DreamTheImpossible প্রতিযোগিতার তিন বিজয়ী টিকটকের ট্রফি পুরস্কার পাবেন এবং সেই সঙ্গে সম্মানজনক দোহা ফিল্ম প্রতিযোগিতায় নিজেদের শর্ট ফিল্ম দেখানোর অবিস্মরণীয় সুযোগ পাবেন। প্রথম পুরস্কার অর্জনকারী পাবেন টিকটকের পক্ষ থেকে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার, যা দিয়ে তারা ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ এবং কনটেন্ট তৈরি করতে পারবেন।

এছাড়া প্রতিযোগিতাটি সে অঞ্চলে লুকিয়ে থাকা সৃজনশীল গল্পগুলো তুলে আনতে, কমিউনিটির পরিচর্যা করতে, চলচ্চিত্র তৈরির শক্তিকে বাড়িয়ে দিতে বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্র করবে। সে সঙ্গে বৈশ্বিক একটি মেলবন্ধনের মাধ্যমে নতুন নতুন গল্প বলতে উৎসাহিত করবে।