'গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪'-এ পুরস্কার জিতেছে গত বছরের পার্টনারশিপের এই উদ্যোগ 

গত বছরের ধারাবাহিকতায় এবারও মেরিল-প্রথম আলো পুরস্কারের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার এবং ভোটিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে টিকটক। মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডের বহুল প্রত্যাশিত ভোটিং পর্বটি আজ (৩ মে) থেকে টিকটকে শুরু হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সাতটি ভিন্ন বিভাগে ভক্তরা তাদের প্রিয় তারকাদের ভোট দিতে পারবে।

এ বছর ভোটিং সিস্টেমের জন্য থাকছে টিকটক থেকে একটি 'ডেডিকেটেড ভোটিং পেজ' এবং হ্যাশট্যাগ ফিচার #MerilProthomAloAward। এতে টিকটক ব্যবহারকারীরা ভোট দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকার সুযোগ পাবেন।

হ্যাশট্যাগটি ব্যবহার করে এ পর্যন্ত টিকটকে ৬৪,৭০০টি পোস্ট দেখা গেছে। যেখানে যুক্ত হয়েছে প্ল্যাটফর্ম ব্যবহারকারীসহ শিল্পী-দর্শক সবাই। ভোট প্রদানের পাশাপাশি অ্যাওয়ার্ডের আয়োজন নিয়ে বিশেষ কনটেন্ট, বিহাইন্ড দ্য সিন, নানান ধরনের চ্যালেঞ্জ গ্রহণ ইত্যাদি দেখা যাবে টিকটকে।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনের প্রধান পূজা দত্ত বলেন, 'মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডের সঙ্গে আরও একবার কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই সহযোগিতার ফলে ভক্তরা একটি নতুন এবং ইন্টারেক্টিভ উপায়ে তাদের প্রিয় তারকাদের কাছাকাছি যেতে পারবে। গত বছরের মতো এবারও আমরা বাংলাদেশের বিনোদনজগতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা দিতে চাই।'

টিকটকের সঙ্গে পার্টনারশিপের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যতিক্রমী ব্যবহারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে প্রথম আলো। ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এ 'মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডস এক্সপ্লোড অন টিকটক, সেটিং নিউ এনগেজমেন্ট রেকর্ডস' ক্যাম্পেইনটি 'সামাজিক যোগাযোগমাধ্যমের সেরা ব্যবহার' ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ''টিকটকের সঙ্গে আমাদের এই উদ্যোগ যৌথভাবে কাজ করার ক্ষেত্রে ভিন্নতা এনেছে। এ বছর ‘সোশ্যাল মিডিয়ার সেরা ব্যবহার’-এর জন্য গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন এই সাফল্যেরই প্রমাণ। যৌথ উদ্যোগটি মেরিল-প্রথম আলো পুরস্কার আয়োজনে একটি ব্যাতিক্রমধর্মী দিক যোগ করেছে এবং অনুষ্ঠানটি ঘিরে আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করছে। তাই আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে পেরে আনন্দিত।"

গত বছর মেরিল-প্রথম আলো পুরস্কারের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের টিকটক প্ল্যাটফর্মে ইন-অ্যাপ ভোটিং পদ্ধতি চালু করা হয়। যাতে টিকটকের মাধ্যমে ভক্তরা সরাসরি মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডে ভোট প্রদানের সুযোগ পান এবং ভিন্নধর্মী উপায়ে আয়োজনটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। ক্যাম্পেইনটির সাফল্য কেবল দর্শকদের অংশগ্রহণের জন্য নতুন মাত্রাই যোগ করেনি, বরং বিনোদনের এক নতুন অভিজ্ঞতা দিতে প্ল্যাটফর্ম হিসেবে টিকটকের সম্ভাবনাও তুলে ধরেছে।

কীভাবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম কাজে লাগানো যায়–সেটিরই একটি দৃষ্টান্ত হলো টিকটক এবং মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডের এই পার্টনারশিপ। টিকটক প্ল্যাটফর্মে এই ভোটগ্রহণ পুরস্কারের ফলাফল নির্ধারণে দর্শকদের অংশ নিতে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশের বিনোদনমাধ্যমের শিল্পী এবং সাধারণ ভক্তদের মতামতের গুরুত্ব তুলে ধরছে।