নিরাপদে এবং দায়িত্বের সাথে কিভাবে ক্রিয়েটররা এআই-জেনারেটেড কনটেন্ট (AIGC) ব্যবহার করতে পারবে তা তুলে ধরতে আমাদের আজকের এই আপডেট। অন্যান্য প্ল্যাটফর্মে Artificial Intelligence (AI) দিয়ে তৈরি করা কোনো কনটেন্ট টিকটকে আপলোড করার সময় সেই কনটেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে এআই-জেনারেটেড কনটেন্ট (এআইজিসি) হিসেবে লেবেল করবে টিকটক। এটি করার জন্য, আমরা Coalition for Content Provenance and Authenticity (C2PA) এর সাথে পার্টনারশিপ করছি। আমরাই প্রথম প্ল্যাটফর্ম যারা সিটুপিএর ‘কনটেন্ট ক্রেডেনশিয়াল’ টেকনোলজি ব্যবহার করতে যাচ্ছি। এছাড়া, অনলাইনে এআইজিসি এবং ভুল তথ্য আলাদা করতে আমাদের কমিউনিটির জন্য আমরা নতুন মিডিয়া লিটারেসি রিসোর্স চালু করছি, যা MediaWise এবং WITNESS এর মতো আরও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তৈরি করা হয়েছে।
AI পরিবর্তন হওয়ায় স্বচ্ছতা বৃদ্ধি
এআই নতুন ধরনের অনেক সুযোগ সৃষ্টি করলেও দর্শকদের জন্য অনেক সময় তা বিভ্রান্তমূলক হতে পারে যদি তারা না জানে কনটেন্টটি এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা। এই কারণে আমরা ‘TikTok AI effects ’ এর মাধ্যমে তৈরি করা কনটেন্টগুলোর ক্ষেত্রে AIGC Labeling ব্যবহার করে আসছি। এছাড়া, যে এআইজিসিগুলো খুবই বাস্তবিক বলে মনে হয়, সেগুলোর ক্ষেত্রে ক্রিয়েটরদের এক বছরেরও বেশি সময় ধরে লেবেল ব্যবহার করতে হয় আমাদের প্ল্যাটফর্মে। আমরা এই পদ্ধতিগুলো সহজ করার জন্য নতুন ধরনের টুলস তৈরি করেছি, যা ইতিমধ্যে ৩৭ মিলিয়নেরও বেশি ক্রিয়েটররা ব্যবহার করেছেন।
AIGC লেবেলিংয়ের জন্য পার্টনারশিপ
আজ থেকে আমরা অন্যান্য প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি করা কনটেন্ট টিকটকে আপলোড করার ক্ষেত্রে তা স্বয়ংক্রিয়ভাবে AIGC হিসেবে লেবেলিং শুরু করতে যাচ্ছি। Coalition for Content Provenance and Authenticity (C2PA) এর কনটেন্ট credentials প্রযুক্তিটি চালু করার মধ্য দিয়ে এই স্বয়ংক্রিয় লেবেলিং করা হবে।
কনটেন্ট ক্রেডেনশিয়াল কনটেন্টের সাথে metadata সংযুক্ত করে দেয় যা আমরা তাত্ক্ষণিকভাবে AIGC হিসেবে শনাক্ত করতে এবং তা লেবেল করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই প্রক্রিয়াটি আজ থেকে ছবি এবং ভিডিওতে চালু হতে যাচ্ছে এবং অডিও কনটেন্টের ক্ষেত্রেও শীঘ্রই এটি চালু হবে।
সামনের কয়েক মাসের মধ্যে, আমরা TikTok কনটেন্টগুলোর সাথে কনটেন্ট credentials যুক্ত করব যেটি কনটেন্টগুলো ডাউনলোড করার পরেও সংযুক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ, যে কেউ টিকটকে তৈরি C2PA এর Verify tool ব্যবহার করে টিকটকে থাকা কোনো এআইজিসি কনটেন্ট শনাক্ত করতে পারবে। এমনকি কখন, কোথায় এবং কিভাবে কনটেন্টটি তৈরি বা এডিট করা হয়েছিল সেটিও জানা যাবে। যেই অন্যান্য প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রেডেনশিয়াল ব্যবহার করা যাবে, সেখানে স্বয়ংক্রিয়ভাবে লেবেলিং হয়ে যাবে।
কনটেন্ট ক্রেডেনশিয়ালের ব্যবহার
আমাদের ইন্ডাস্ট্রিকে কনটেন্ট ক্রেডেনশিয়ালের জন্য সহায়ক করতে, আমরা Adobe এর Content Authenticity Initiative (CAI) উদ্যোগটি গ্রহণ করতে যাচ্ছি। কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রয়োগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে TikTok প্রথম। টিকটকে এআইজিসিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়া লেবেলের পরিমাণ প্রথম দিকে বৃদ্ধি হতে পারে ধীরে ধীরে। কারণ এটি শনাক্ত করতে এবং লেবেল করার জন্য আমাদের কাছে content credentials metadata থাকা দরকার। যেহেতু অন্যান্য প্ল্যাটফর্মও এটি প্রয়োগ করতে সক্ষম, তাই আমরা আরও বেশি কনটেন্ট লেবেল করতে পারব।
অ্যাডোবির জেনারেল কাউন্সেল এবং চিফ ট্রাস্ট অফিসার Dana Rao বলেন "বিশ্বজুড়ে টিকটকের ক্রিয়েটর এবং ইউজারের বিশাল কমিউনিটির জন্য C2PA এবং CAI নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এতে ইউজাররা প্ল্যাটফর্মে আরও স্বচ্ছতা এবং সত্যতা নিশ্চিত করতে পারবে। এখনকার ডিজিটাল কনটেন্ট খুব সহজেই পরিবর্তন করা যায়। তাই সবার কনটেন্টের সত্যতা বোঝার উপায় জানা দরকার। আজকের ঘোষণাটি সেই ফলাফল অর্জনের জন্যই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।"
মিডিয়া লিটারেসি বৃদ্ধি
দায়িত্বশীল কনটেন্ট তৈরির জন্য AIGC লেবেলিংয়ের ব্যবহার বিশেষজ্ঞরা করতে বললেও, তারা এটিও সতর্ক করেন যে লেবেলগুলো বিভ্রান্তির কারণ হয়ে উঠতে পারে যদি দর্শকরা কনটেন্টগুলো সম্পর্কে না জানে। তাই আমরা মিডিয়া লিটারেসি বা সাক্ষরতা বৃদ্ধি করতে বিশেষজ্ঞদের সাথে কাজ করছি। এটি আমাদের কমিউনিটিকে AIGC আর ভুল তথ্য চিহ্নিত করতে এবং পাশাপাশি গঠনমূলকভাবে চিন্তা করতে সহায়তা করবে।
Poynter Institute এর একটি প্রোগ্রাম MediaWise সাথে কাজ করার মধ্য দিয়ে আমরা সারা বছর ধরে ১২টি ভিডিও প্রকাশ করব। এটি মিডিয়া সাক্ষরতার দক্ষতাকে যেমন তুলে ধরবে তেমনি AIGC লেবেলের মতো TikTok টুলসগুলো দিয়ে কিভাবে কনটেন্ট আরও প্রাসঙ্গিক করে তোলা যায় তা ব্যাখ্যা করবে। এছাড়া, এআই লেবেলিং এবং সম্ভাব্য বিভ্রান্তিকর AIGC সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা একটি প্রচারণাও শুরু করব যেখানে WITNESS বিশেষজ্ঞের নির্দেশনায় আমরা কয়েকটি ভিডিও তৈরি করেছি।
মিডিয়াওয়াইজের পরিচালক Alex Mahadevan বলেন, "২০১৯ সাল থেকে আমাদের টিন ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক টিকটকে মিডিয়া সাক্ষরতার জন্য উদ্ভাবনী সব ভিডিওর মাধ্যমে দর্শক তৈরি করেছে। পাঁচ বছর পর, অনলাইনে আমরা ফিকশন থেকে বাস্তব কনটেন্টগুলো আলাদা করার জন্য আরও বেশি মানুষকে যুক্ত করতে পেরে আনন্দিত।"
ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা
বেশিরভাগ মানুষ এআই দিয়ে তৈরি করা কনটেন্ট বা AIGC দায়িত্বের সাথে উপভোগ করতে চান, তবে অনেকে ইচ্ছাকৃতভাবে অন্যদের প্রতারিত করার জন্য এআই ব্যবহার করেন। আমরা এমন ঝুঁকিগুলো নিয়ে সতর্ক থাকি এবং তাই এআই দিয়ে তৈরি করা যে কনটেন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি করে সেগুলো আমাদের নীতির আওতায় নিষিদ্ধ করি। কোনো কনটেন্ট লেবেলযুক্ত না হলেও আমাদের এই উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে। এছাড়া, কোনো নির্বাচনে এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধেও এই বছর আমরা দৃঢ় অবস্থান নিয়েছি। এআইয়ের বিকাশ হওয়ার সাথে সাথে আমরা আমাদের সক্রিয় শনাক্তকরণ মডেলগুলো প্রতিনিয়ত পরিবর্তন করে যাচ্ছি। সেই সাথে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এবং পার্টনারদের সাথে সমাধান নিয়ে আসার মাধ্যমে ক্ষতিকারক AIGC অপসারণে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ট্রান্সপারেন্সি সেন্টার সম্পর্কে আরও তথ্য জেনে নিন।