ইউথ পোর্টাল

সকলের সামনে আপনার উপস্থিতি নিশ্চিত করুন



আপনি যখন TikTok-এ কোনো কিছু পোস্ট করছেন, তখন প্রথম যে জিনিসটি আপনাকে মনে রাখতে হবে সেটি হলো আপনার ব্যক্তিগত গোপণীয়তা। আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো, এবং আপনার সম্পর্কিত বিবরণ সেগুলি পাবলিক, তাই সেগুলি যেকোনো কেউ দেখতে পারে। আপনি সতর্কতার সঙ্গে নিশ্চিত হয়ে তবে বিবেচনা করে দেখবেন কোনগুলি অন্তর্ভুক্ত করা যায়। সুরক্ষার ক্ষেত্রে অতিরিক্ত বিষয় হিসাবে আমরা সক্রিয়তার সঙ্গে ইউজারদের যা যা ব্যবস্থা দিয়ে থাকি সেটি হলো আপনার অনলাইন উপস্থিতি ম্যানেজ করাতে সাহায্য করতে আমরা সেফটি টুলস-এর প্রস্তাব দিয়ে থাকি।



আপনার ভিডিওগুলির নিয়ন্ত্রন আপনি পারবেন

আমরা চাই যে আপনি যা শেয়ার করছেন এবং আপনা যা করতে চাইছেন না সেগুলির উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রন থাকুক। আপনার ভিডিওগুলি এবং পাশাপাশি আপনার প্রোফাইলেরও প্রাইভেসি সেটিংস অ্যাডজাস্ট (প্রাইভেট বা পাবলিক করার মাধ্যমে) করতে পারেন।

  • আপনার ভিডিওগুলি কে কে দেখবে সেটা আপনি ঠিক করুন: আপনার অ্যাকাউন্ট প্রাইভেট  হিসাবে সেটিং করার পরে, কেবলমাত্র আপনার অনুমোদিত ইউজাররাই আপনাকে ফলো করতে পারবে এবং আপনার ভিডিওগুলি দেখতে পারবে। আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট করার জন্য, সেটিংস (settings) ওপেন করুন, “প্রাইভেসী এন্ড সেফটি” -এ চলুন এবং “প্রাইভেট অ্যাকাউন্ট” ("Private account") অপশনটি টার্ণ অন করুন।
  • এছাড়াও আপনি এই সিদ্ধান্তও নিতে পারেন যে কে কে আপনার ভিডিও-বাই-ভিডিও ভিত্তিতে ভিডিওগুলি দেখতে পাবেন, পোস্টিং করার সময়ে এবং পোস্টিং করার পরে। এটির দ্বারা আপনি একটি পাবলিক প্রোফাইল পেতে পারেন যার মাধ্যমে আপনি নির্বাচিত অডিয়েন্সের জন্যই সেই সকল কনটেন্টগুলি শেয়ার করতে পারবেন।
  • আপনার ভিডিওগুলি ডাউনলোডিংয়ের সীমা বেঁধে দিন: আপনি যদি না চান যে অন্য সকলেই আপনার ভিডিও ডাউনলোড না করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটিংস  ওপেন করুন, “প্রাইভেসী এন্ড সেফটি” -এ চলুন এবং “অ্যালাউ ইয়োর ভিডিওস টু বি ডাউনলোডেড” অপশনটি টার্ণ অফ করুন।
  • সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার পছন্দ করা ভিডিওগুলি কে কে দেখতে পাবেন: আপনি যে ভিডিওগুলি লাইক করেছেন সেগুলি রেখে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি settings ওপেন করুন, “প্রাইভেসী এন্ড সেফটি”  -এ চলুন এবং “হু ক্যান ভিউ ইয়োর লাইকড ভিডিওস”  অপশনটিতে ট্যাপ করুন।


অবাঞ্ছিত কমেন্টস পাওয়া সীমিত করুন

আপনার ভিডিওগুলিতে শুধু কে কে মন্তব্য করতে পারবে সেটা সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আপনি কমেন্টস সেকশনটি এমনভাবে ম্যানেজ করতে পারেন যেখানে কথার শব্দগুলিতেও আপনি ফিল্টার করতে পারেন।

কে কে মন্তব্য করতে পারে সেটি নিয়ন্ত্রন করুন
আপনার অ্যাকউন্টের ভিডিওগুলিতে কে কমেন্ট করতে পারেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি settings ওপেন করুন, “
প্রাইভেসী এন্ড সেফটি” ("Privacy and safety")-এ চলুন এবং “হু ক্যান কমেন্ট অন ইয়োর ভিডিওস” ("Who can comment on your videos")অপশনটিতে ট্যাপ করুন।
এছাড়াও, প্রতিটি ভিডিওর জন্য আপনার কমেন্ট সেটিংস পরিবর্তন করতে পারেন:

  1. ভিডিওটি ওপেন করুন এবং [...] ট্যাপ করুন
  2. প্রাইভেসী সেটিংস” অপশনটি ট্যাপ করুন।
  3. কমেন্টস পাওয়া টার্ণ অন বা টার্ণ অফ করার জন্য “অ্যালাউ কমেন্টস”  অপশনটিতে ট্যাপ করুন।


বিভিন্ন কমেন্টস কিভাবে ফিল্টার করবেন
বিভিন্ন কিওয়ার্ডস-এ একটি নিজস্ব তালিকা তৈরী করুন যা আপনার ভিডিওগুলিতে কমেন্টস হিসাবে ব্যবহার করা থেকে আপনাআপনি ব্লক হয়ে থাকবে:

  1. আপনার প্রোফাইল থেকে, আপনার অ্যাকাউন্ট সেটিংস ওপেন করুন।
  2. প্রাইভেসী এন্ড সেফটি”  অপশনটি ট্যাপ করুন।
  3. ফিল্টার কমেন্টস” অপশনটি ট্যাপ করুন।
  4. সক্রিয়করণ করার জন্য “ফিল্টার কিওয়ার্ডস”  টগলটি ট্যাপ করুন সেখান থেকে > “অ্যাড কিওয়ার্ডস”  অপশনটি ট্যাপ করুন।
  5. আপনার পছন্দের কিওয়ার্ডসগুলি এন্টার করুন এবং “ডান”  অপশনটি ট্যাপ করুন।


অন্যদের সঙ্গে আলাপআলোচনা করা নিয়ন্ত্রন করা


আপনার প্রোফাইলে সকলে কি কি দেখতে পাবে সেটি নিয়ন্ত্রন করুন
আপনি যদি আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট করে থাকেন, সেক্ষেত্রে কেবলমাত্র আপনার ফলোওয়ার্সই আপনার শেয়ার করা আপডেট এবং ভিডিওগুলি দেখতে পারবে। আপনি আপনার অ্যাকাউন্টের ফলোওয়ার্সদের রিভিউ এবং অনুমোদন করতে পারবেন।

ডাইরেক্ট মেসেজ
TikTok-এর ক্ষেত্রে, ডাইরেক্ট মেসেজ পাঠানো এবং প্রাপ্তির ক্ষেত্রে আপনার বয়স অবশ্যই 16 বছরের বেশী হতে হবে।
আপনার বয়স যদি 16 বছরের বেশী হয়, তাহলে আপনি বেছে নিতে পারেন যে কে কে আপনাকে ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারে নিম্নলিখিত পদ্ধতির দ্বারা:

  1. আপনার প্রোফাইল থেকে, আপনার অ্যাকাউন্ট সেটিংস ওপেন করুন।
  2. প্রাইভেসী এন্ড সেফটি”  অপশনটি ট্যাপ করুন।
  3. হু ক্যান সেন্ড ইউ ডাইরেক্ট মেসেজেস”  অপশনটি ট্যাপ করুন।
  4. ফ্রেন্ডস”  অথবা “অফ” এর মধ্যে ট্যাপ করতে থাকুন এবং বেছে নিতে থাকুন।

কোনো একটি অ্যাকাউন্ট ব্লক করা
আমরা আমাদের ইউজারদের উৎসাহিত করি যাতে তারা আমাদের সম্প্রদায়ের মূলনীতি  ফলো করে এবং TikTok-এ অন্য মানুষজনকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে। যদি কেউ এই নিয়মগুলি লঙ্ঘন করে, অথবা আপনাকে হুমকি বা হয়রানির মাধ্যমে আপনার মধ্যে অস্বস্তি সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনি উক্ত ইউজারকে ব্লক করতে পারেন এবং তাদের আচারআচরণ বিষয়ে রিপোর্টিং করতে পারেন। আপনি যখন একজন ইউজারকে ব্লক করবেন, তখন সেই ইউজার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না অথবা আপনার যেকোনো কনটেন্ট দেখতে পাবে না বা সেবিষয়ে মন্তব্য করতে পারবে না।

কোনো একটি অ্যাকাউন্ট বা একজন ইউজারকে ব্লক করা

  1. আপনি যে ইউজারকে ব্লক করতে চাইছেন তার প্রোফাইলে চলুন।
  2. উপরের ডান দিকে [...] অপশনটি ট্যাপ করুন।
  3. ব্লক” ("Block") অপশনটি ট্যাপ করুন এবং নিশ্চিত করুন।

আপনি যদি আপনার মনোভাবের পরিবর্তন করেন, সেক্ষেত্রে “আনব্লক” অপশনটি ট্যাপ করে উক্ত ইউজারকে আনব্লক করুন। এছাড়াও আপনি আপনার ওপেন করুন, “প্রাইভেসী এন্ড সেফটি” -এ চলুন এবং তারপর “ব্লকড অ্যাকাউন্টস” –এ চলুন এবং “আনব্লক” অপশনটি ট্যাপ করুন।

কোনো অ্যাকাউন্ট বা কনটেন্ট রিপোর্ট করার জন্য
আমরা আমাদের গ্লোবাল TikTok কমিউনিটিকে উৎসাহিত করি যাতে কেউ যদি কোনো অপ্রীতিকর কোনো কনটেন্ট দেখে থাকে তাহলে সেটি যেন রিপোর্টিং করে। আপনি পেয়েছেন এমন কোনো একটি ভিডিও, অ্যাকাউন্ট বা ডাইরেক্ট মেসেজ বা কমেন্টের বিষয়ে রিপোর্টিং করতে পারেন।
যখন আমরা সনাক্ত করতে পারি যে কোনো একটি কনটেন্ট যা আমাদের  সম্প্রদায়ের মূলনীতি (Community Guidelines) লঙ্ঘন করছে, সেক্ষেত্রে আমরা সেই কনটেন্টটি মুছে ফেলি এবং বারংবার যদি কোনো অ্যাকাউন্ট থেকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয় তাহলে সেই অ্যাকাউন্টটি মুলতুবি রাখা বা নিষিদ্ধ করে দেওয়া হয়। যদি কোনো ইস্যু থেকে আসন্ন ক্ষতির হুমকি দেওয়া হতে থাকে তাহলে আমরা সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমাদের কমিউনিটিকে সুরক্ষিত রাখার জন্য বিষয়টি সংশ্লিষ্ট আইনী আধিকারিকদের হস্তান্তর করি।

আপনার ভিডিওগুলি কে ডুয়েট বা রিঅ্যাক্ট করতে পারে সেটি বেছে নিন
ডুয়েট”  এবং “রিঅ্যাক্ট”  রচনাকারীদের একে অপরের ভিডিওগুলিতে সহযোগিতা করতে অনুমোদন দেয়। আপনি সর্বদা আপনার কনটেন্টগুলির নিয়ন্ত্রক এবং আপনিই বেছে নিতে পারেন আপনার ভিডিওগুলিতে কে  অথবা  করতে পারবে। আপনার “প্রাইভেসী এন্ড সেফটি” –এর অপশনটিতে, আপনি বেছে নিতে পারেন যে আপনার ভিডিওগুলিতে কি প্রত্যেকে, বন্ধু বা কেউই নয় এমন অপশনটিতে বা করতে পারে।
এছাড়াও আপনি আপনার প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে পোস্টিং করার সময়ে অথবা ভিডিও পোস্ট করার পরেও “
ডুয়েট”  এবং “রিঅ্যাক্ট” সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন।

ফ্যামিলি পেয়ারিং
ফ্যামিলি পেয়ারিং হলো একটি ইন-অ্যাপ বৈশিষ্ট্য যা আপনাকে সাহায্য করবে যখন আপনি এই বিশাল ব্যাপ্তির TikTok ভিডিওগুলি উপভোগ করার সময়ে যাতে আপনি সুরক্ষিত থাকতে পারেন সেইজন্য আপনার বাবামা, পারিবারিক সদস্য বা অভিভাবকদের প্রয়োজনে সাহায্য নিতে পারেন। ফ্যামিলি পেয়ারিং অপশনটি ডিজিট্যাল ওয়েলবিয়িং (Digital Wellbeing) সেকশনের বৈশিষ্ট্যগুলির মধ্যে উপলব্ধ এবং শুধুমাত্র আপনার অনুমতি সাপেক্ষে সেটি টার্ণ অন করা যেতে পারে।
আমরা শুধুমাত্র এই বৈশিষ্ট্যটির বিকাশ ঘটিয়েছি আপনার এবং আপনার বাবামা অথবা অভিভাবকদের মধ্যে আপনার অনলাইন সংক্রান্ত অভিজ্ঞতার পারস্পরিক আলোচনাকে উৎসাহ দান করার জন্য।

  • যখন ফ্যামিলি পেয়ারিং অপশনটি অ্যাক্টিভেট করা থাকে, তখন আপনার বাবামা বা অভিভাবেকরা নিম্নলিখিত সেটিংসগুলি অ্যাকসেস করতে পারবেন: “স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট” , “রেস্ট্রিকটেড মোড” , এবং “হু ক্যান সেন্ড ইউ ডাইরেক্ট মেসেজেস”।
  • আপনার বাবামা অথবা অভিভাবকেদর শুধুমাত্র উপরে উল্লেখিত সেটিংসের তালিকাটি অ্যাকসেস করতে পারবেন। আপনি কোন ভিডিও দেখছেন, মেসেজ বা কমেন্টস পাঠাচ্ছেন বা পাচ্ছেন, অথবা আপনি যেসকল অ্যাকাউন্টগুলির সাথে ইন্ট্যারঅ্যাকশন করছেন সেগুলিতে কোনো অ্যাকসেস তাদের থাকবে না।
  • ফ্যামিলি পেয়ারিং টার্ণ অফ করার জন্য, আপনার সেটিংসে “আনলিঙ্ক”  অপশনটি ট্যাপ করুন। আপনার বাবামা অথবা আইনী অভিভাবক তাঁদের TikTok অ্যাপে একটি নোটিফিকেশন পাবেন, এবং 48 ঘন্টা সময়কাল পেরিয়ে যাওয়ার পরে, আপনার অ্যাকাউন্টটি আনলিঙ্ক করা হবে। ফ্যামিলি পেয়ারিং পুনরায় টার্ণ অন করার জন্য, আপনাকে পুনরায় আপনার অ্যাকাউন্টটিকে লিঙ্ক করাতে হবে।