উদযাপন করছি আমাদের গ্লোবাল কমিউনিটি এবং জনপ্রিয় ট্রেন্ডগুলো, যা আনন্দদায়ক ও ইম্প্যাক্টফুল



২০২২ সালে আমরা টিকটকে জীবনকে উপভোগ করেছি, টিকটক থেকে শিখেছি। আমাদের গ্লোবাল কমিউনিটি একে অন্যকে বিনোদিত এবং অনুপ্রাণিত করেছে। আমাদের সম্মিলিত কল্পনাকে ধারণ করে এমন সব কনটেন্ট আবিষ্কার, তৈরি এবং শেয়ার করে তারা নিজেদের অভিব্যক্তিকে তুলে ধরেছে এবং সবাইকে সঙ্গে নিয়ে তা উদযাপন করেছে।

এ বছর বাংলাদেশে, টিকটকের মাধ্যমে নানা মানুষ নানা ধরনের অভিজ্ঞতা লাভ করেছে। নতুন কিছু টিপস শেখানো হয়েছে, যার মাধ্যমে আমাদের জীবনযাপন সহজ হয়েছে। রান্নার শেখা হয়েছে, প্রিয় খেলার মুহূর্তগুলো উদযাপন করা হয়েছে, আমাদের মাথায় ঘুরতে থাকা সাউন্ডট্র্যাকের সঙ্গে নিজে নিজে গান গাওয়া হয়েছে এবং আরও অনেক কিছু।

@bdtiktokofficial

Let's celebrate the unforgettable trends, creators and moments that brought us closer together in 2022, a year that's truly #ForYou. #YearOnTikTok

♬ original sound - TikTok Bangladesh

টিকটকের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনেসা পাপাস বলেন, "আমাদের বৈশ্বিক কমিউনিটি যারা এই বছরে বিভিন্ন বিষয়কে ট্রেন্ডি করে তুলেছে, নতুন নতুন সব আইডিয়া নিয়ে এসেছে, অন্যদের সঙ্গে সেগুলো শেয়ার করেছে, তাদের প্যাশন থেকে ক্যারিয়ার গড়ে তুলেছে, তাদের আমরা সম্মানিত করেতে চাই। টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ তাদের এসব সৃজনশীল কাজগুলো দেখেছেন এবং নিজেদের অভিজ্ঞতাকে অন্যদের সঙ্গে শেয়ার করেছেন।"

চলুন, ২০২২ সালে, একটি বছর যা সত্যিই #ফরইউ, আমরা সেইসব অবিস্মরণীয় ট্রেন্ড, ক্রিয়েটর এবং মুহূর্তগুলো উদযাপন করি, যা আমাদের নিয়ে এসেছে একে অপরের আরও কাছে।

চলতি ২০২২ সালে ট্রেন্ডিং কনটেন্টগুলো সব জায়গায় পৌঁছেছে ফরইউ ফিডের মাধ্যমে। সেখানে ডেইলি ভ্লগ এবং কমেডির মাধ্যমে মুছে গেছে সব সংস্কৃতি এবং সীমার বাধা। বাংলাদেশে আমরা সারা বছর ফ্যাশন, মিউজিক, স্পোর্টস, বিনোদন এবং হাস্যরস উপভোগ করেছি। এ বছরের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি কয়েকটি ভিডিও দেখুনঃ

বাংলাদেশ

১. @samirakhanmahi - সামিরা আমাদের দেখিয়েছে কীভাবে প্রানবন্ত থাকা যায়!

২. @hamzakhanshayan - হামজা তার ফ্যাশন সেন্স দিয়ে আমাদের মুগ্ধ করেছে!

৩. @anirban_kaisar - প্রকৃত পুরান ঢাকার রয়েছে নিজস্ব আকর্ষণ ও সৌন্দর্য।

৪. @mehazabienchowdhury - সুন্দরী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার মোহনীয় হাসি দিয়ে অন্যদের উজ্জীবিত করেছেন!

৫. @twinoo0 - বন্ধুদের সঙ্গে জমজমাট নাচ, টুইঙ্ক জানে কীভাবে জীবনকে উপভোগ করতে হয়!

বিশ্বজুড়ে

১. @ox_zung – এই সেলাই বিশেষজ্ঞ তার এমন সব ট্রিকস শেয়ার করেছেন যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

২. @rosalia – রোসালিয়া আমাদের দেখিয়েছেন কীভাবে প্রানবন্ত থাকা যায়।

৩. @lav_sings – #DesiTok সঙ্গীতের দক্ষতায় সবাইকে মুগ্ধ করেছেন।

৪. @robertirwin – অস্ট্রেলিয়ান সংরক্ষণবাদী রবার্ট আরউইন একটি নীল জিহ্বাযুক্ত টিকটিকি উদ্ধার করেছেন।

চলতি বছর টিকটকে আমরা সবাই কিছু বিষয় জেনেছি -- বাংলাদেশি কমিউনিটি হিসেবে আমরা নতুন রেসিপি আবিষ্কার করেছি, বিউটি এবং সুস্থ থাকার রুটিনগুলো জেনেছি, এবং সেই সঙ্গে সাধারণভাবে কিছু বিষয়ও জেনেছি যা আমাদের জীবনে চলার পথে সবসময় প্রয়োজন হয়। এখানে কিছু খুব জনপ্রিয় ট্রেন্ড এবং টিউটোরিয়াল দেখানো হয়েছে যা আমাদের চলতি বছর খুব কাজে এসেছে।

বাংলাদেশ

১. @jubaer_talukder –জুবায়ের মোবাইল ক্যামেরার বিভিন্ন ট্রিকস শেয়ার করেছেন!

২. @10ms.english – মজায় মজায় শিক্ষা!

৩. @the.sh.jay – জয় আমাদের শিখিয়েছেন উচ্চারণ

বিশ্বজুড়ে

১. @efritaasmr – কর্ন ডগ, কেউ চাই?

২. @oursignedworld – একজন মেয়ে দেখান কীভাবে তার বধির বাবার মনোযোগ আকর্ষণ করা যায়, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়।

৩. @shinanova - মুখের অভিব্যক্তির মাধ্যমে কীভাবে যোগাযোগ করতে হয় তা শিখি আমরা শিনা এবং তার মা কাইউলার সাথে।

৪. @satisfcapybaraying_pottery – সিরামিক মগের মধ্যে ক্যাপিবারা কীভাবে সেট করা যায়।

৫. @mirendarosenberg – লেডি ট্যালো শুরু করেন তার #TallowTok ট্রেন্ড।

ফ্রেশ বিট থেকে ক্ল্যাসিক পর্যন্ত লম্বা জার্নি আমরা দেখেছি আমাদের ফর ইউ ফিডে আসা গানগুলোর মাধ্যমে। ২০২২ সালে টিকটকে যেসব জনপ্রিয় গান তার বেশিরভাগই তরুণ, উদ্যোমী ও ব্রেকথ্রু শিল্পীদের দ্বারা তৈরী, যারা আমাদের কমিউনিটিরই একেকজন সদস্য। বাংলাদেশের ক্রিয়েটররা চলতি বছর জনপ্রিয় সব ট্র্যাকের মাধ্যমে অসংখ্য ভিডিও তৈরি করেছেন। টিকটকে চলতি বছরের কিছু টিউনের মধ্যে রয়েছেঃ

বাংলাদেশ

১. বেণী খুলে- মুজা অ্যান্ড হাবিব ওয়াহিদ 

২. নেই প্রয়োজন –মুজা এবং জেফার 

৩. গোলাপি ফর টিকটক – জুভ এক্স বেলজি ও দ্য টিএক্স  

বিশ্বজুড়ে

  1. "Ginseng Strip 2002" - Yung Lean 
  2. "Sunroof" - Nicky Youre & dazy  
  3. "Wait a Minute" - WILLOW  
  4. "Beat Automotivo Tan Tan Tan Viral" - WZ Beat 
  5. "Cool for the Summer" - Demi Lovato 
  6. "Jiggle Jiggle" - Duke & Jones & Louis Theroux 
  7. "Me Porto Bonito" - Bad Bunny & Chencho Corleone 
  8. "About Damn Time" - Lizzo 
  9. "L$d" - Luclover 
  10. "Una Noche En Medellín" - Cris Mj 

ক্রিয়েটররাই টিকটকের প্রাণ। তারাই ভিন্নধর্মী ও উদ্ভাবনী কনটেন্ট তৈরি করেন। ২০২২ সালে আমরা বিশ্বজুড়ে নির্মাতাদের বিনোদন প্রদান এবং কমিউনিটির সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি টিকটক এবং এর বাইরেও তাদের ক্যারিয়ার শুরু করতে দেখেছি। বাংলাদেশে, বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটর এক্সাইটিং কিছু কনটেন্ট তৈরি করেছেন। সেসব কনটেন্টের সৃজনশীলতা এবং সত্যতার জন্য খ্যাতিও অর্জন করেছেন। এখানে ট্রেন্ডিং, সেলিব্রিটি এবং শিল্পীরা এই বছর বাংলাদেশে টিকটককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

বাংলাদেশ

১. @anuradha_datta – অনিরুদ্ধ, একজন চিকিৎসক এবং বহুমুখী মেধাবী ক্রিয়েটর, স্বাস্থ্যবান রেসিপি, ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে কনটেন্ট তৈরি করেন। তিনি তার 'গেট রেডি উইথ মি’ ভিডিও দিয়ে ফলোয়ারদের মন জয় করেছেন।

২. @jhohanfreestyler –তরুণ প্রতিভাবান তারকা তার জাগলিং দক্ষতা এবং ফ্রিস্টাইল দিয়ে আমাদের সবাইকে মুগ্ধ করেছেন। জোহান বাংলাদেশ থেকে চারবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তিনি একজন পেশাদার ফুটবল ফ্রিস্টাইলার এবং তার প্রতিভা, ফ্যাশন শৈলী এবং কমনীয় ব্যক্তিত্বের জন্য তিনি পরিচিত।

৩. @misschocolate67 – এই কনটেন্ট ক্রিয়েটর সাম্প্রতিক সময়ের সব ড্যান্স কাভার করেন এবং লিপ্সিং করেন। তার 'গেট রেডি উইথ মি’ ভিডিও দিয়ে লাখ লাখ ফলোয়ারকে তার সাথে যুক্ত করেছেন।

৪. @shamima_afrinomi - টিকটকে এই বছরের যুগান্তকারী শিল্পীদের মধ্যে একজন হিসেবে শামীমা অনেকের মন জয় করেছেন। তিনি ১১ মিলিয়ন ফলোয়ারসহ আমাদের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের একজন। তিনি খুব অকপট এবং হাস্যরসাত্মক, যে কারণে তার অনুসারীরা তাকে এত ভালোবাসেন।

৫. @noureenafrosepiya22 - তাকে আমরা বাংলাদেশি রাপুঞ্জেল বলি! তার লম্বা কালো চুলের মুগ্ধুতার পাশাপাশি, তার অনুসারীরা তার ঠোঁট সিঙ্ক করা এবং নাচের ভিডিওগুলোও পছন্দ করেন। তিনি টিকটকের একজন ডুয়েট বিশেষজ্ঞও!

বিশ্বজুড়ে

১. @badbunny - চলতি বছর গ্রাউন্ড ব্রেকিং আর্টিস্ট হিসেবে টিকটকে পুয়ের্তো রিকোর এল কোনেজো মালো তার ফ্যানদের জন্য বিশেষ মুহূর্তগুলো শেয়ার করেন এবং তার লেটেস্ট গানগুলো দিয়ে ফ্যানদের সঙ্গে যুক্ত হয়েছেন।

২. @luvadepedreiro - তার আশ্চর্যজনক জাগলিং দক্ষতা, আনন্দদায়ক গোল উদযাপন এবং তার বিজয়ী ক্যাচফ্রেজ ‘রেসেবা’,--এইসবের মাধহ্যমে ব্রাজিলিয়ান ফুটবল ক্রিয়েটর লুভা ডি পেদ্রোরর খেলার প্রতি ভালোবাসা ছড়িয়ে গেছে সব জায়গায়।

৩. @bayashi.tiktok - জাপানি শেফ বায়াশি ফুডিজের দ্য ডিসকভার লিস্ট ২০২২ এ দ্রুত রান্না ও ভিন্ন ধর্মী সব রেসিপি দিয়ে বৈশ্বিক কমিউনিটির মন জয় করে নিয়েছেন।

৪. @astrosamantha -#স্পেসটক একটি নতুন দিগন্ত উন্মোচন করেছ। ধন্যবাদ ইউরোপীয় মহাকাশ সংস্থা নভোচারী সামান্থা ক্রিস্টোফোরেটিকে, যিনি আমাদের সকলকে নতুন সব অ্যাডভেঞ্চারে নিয়ে যান।

এ বছর বাংলাদেশে আমরা প্রকৃতার্থে টিকটকে আত্মপ্রকাশ, সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছি, যা সম্ভব হয়েছে কমিউনিটি ইফেক্ট, শব্দ, ফিল্টার এবং আরও অনেককিছুর সমন্বয়ে। এখানে ২০২২ সালে আমাদের কিছু ফিচার--আপনার নিজস্ব সৃজনশীলতা--দিয়ে সম্ভব করা টিকটকের কিছু ট্রেন্ড রইলোঃ

বাংলাদেশ

  1. Pick My Makeup 
  2. Khushir Eid 
  3. Tokeinouta 
  4. Fav Transitions 

বিশ্বজুড়ে

  1. It's Corn! 
  2. Jiggle Jiggle 
  3. Renaissance Eyes 
  4. Horace 
  5. Waves 

সাম্প্রতিক একটি কথা প্রায়ই বলা হয় যে, ফোন আগে খায়! এই বছর, বিশ্বজুড়ে ভোজনরসিকরা তাদের প্রিয় রান্নার টিপস, রান্না বিষয়ক দুঃসাহসিক সব কাজ এবং সব ধরনের ক্রেভিংস শেয়ার করেছেন টিকটকে। ২০২২ সালে টিকটক সারা বিশ্বে সবার আগ্রহ এবং কৌতূহলের কেন্দ্রস্থল ছিলো । এখানে বাংলাদেশের জনপ্রিয় #ফুডটক ভিডিও এবং প্রিয় খাবারের কিছু ট্রেন্ড রয়েছে, যা আমরা সবাই প্রচন্ড ভালোবাসিঃ

বাংলাদেশ

  1. Traditional Kacchi 
  2. Grill & BBQ 
  3. Deshi Charcuterieboard 
  4. Chicken Biriyani from Scratch 
  5. Trying the Tastiest  


টিকটকের সঙ্গে যুক্ত হয়ে ২০২২ উদযাপন করুন

বাংলাদেশে টিকটকের সঙ্গে যুক্ত হয়ে ২০২২ উদযাপনে প্রস্তুত হোন

২০২২ সালে সত্যিকার অর্থে #ফরইউসহ আরও কী কী করা হয়েছে তা সম্পর্কে জানতে চান? এই বছরকে আবিষ্কার করুন অ্যাপ হাব-এ। আবিস্কার করুণ অবিস্মরণীয় সব ট্রেন্ডস, ক্রিয়েটর এবং মুহুর্ত।

###

রিপোর্টটি তৈরি করা হয়েছে টিকটকের অভ্যন্তরীণ গবেষণা ও ট্রেন্ড বিশ্লেষণ করে। এতে ডেটা নেওয়া হয়েছে ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত।

আমাদের বৈশ্বিক কমিউনিটির সঙ্গে যুক্ত হতে টিকটকের অ্যাপটি খুব সহজেই ডাউনলোড করতে পারেন। অ্যাপটি বিনামূল্যে অ্যাপলের অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর এবং অ্যামাজন থেকে ডাউনলোড করা যাবে।