টিকটকে আমরা সর্বদা আমাদের ক্রিয়েটর এবং কমিউনিটিকে অভিনব সব টুলস প্রদানের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে অনুপ্রাণিত করি। আজ আমরা টিকটকে টেক্সট পোস্টের ঘোষণা দিতে পেরে আনন্দিত। টেক্সট -ভিত্তিক কনটেন্ট তৈরির জন্য এটি একটি নতুন ফরম্যাট যা ক্রিয়েটরদের আইডিয়া শেয়ার এবং তাদের সৃজনশীলতা প্রকাশ করার অপশনগুলোকে আরও বৃদ্ধি করে। টেক্সট পোস্টের মাধ্যমে টিকটকে সকলের জন্য কনটেন্ট তৈরির সীমানাকে আমরা আরও প্রসারিত করছি। কমেন্ট, ক্যাপশন এবং ভিডিওগুলোতে আমরা দেখেছি লেখার সৃজনশীলতাকে সুযোগ দেয়ার প্রতিফলন।

কনটেন্ট নির্মাণে নতুন উপায়

লাইভ ভিডিও থেকে ফটো, ডুয়েট থেকে স্টিচ - এমন বিভিন্ন ফরম্যাটে ক্রিয়েটররা টিকটকে কনটেন্ট তৈরি করতে সক্ষম। টেক্সট হল কনটেন্ট তৈরির বিকল্পগুলোর সর্বশেষ সংযোজন। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের গল্প, কবিতা, রেসিপি এবং অন্যান্য লিখিত বিষয়বস্তু টিকটকে শেয়ার করতে পারে। ক্রিয়েটরদের নিজেকে প্রকাশ করার আরেকটি উপায় দেয় এটি যা তৈরি করা যায় আরও সহজে।

সহজে কনটেন্ট নির্মাণ

টেক্সট পোস্ট প্রকাশের অভিজ্ঞতা দেয় সাধারণভাবে। যা টেক্সট ভিত্তিক কনটেন্ট শেয়ার করাকে আগের চেয়ে সহজ করে তোলে। এটি যেভাবে কাজ করে:

  • টেক্সট পোস্ট তৈরি

ক্যামেরা পেইজে প্রবেশ করার পর, আপনি তিনটি অপশন দেখতে পাবেন - ফটো, ভিডিও এবং টেক্সট ৷ টেক্সট অপশনটি সিলেক্ট করার পর এটি আপনাকে টেক্সট তৈরির পেইজে নিয়ে যাবে। যেখানে আপনি আপনার পোস্টের বিষয়বস্তু টাইপ করতে পারবেন।

  • উন্নত টেক্সট পোস্ট

পোস্ট পেইজে পৌঁছানোর পরে, আপনি আপনার কনটেন্ট কাস্টমাইজ করার জন্য পরিচিত অপশনগুলো পাবেন৷ এর মধ্যে রয়েছে সাউন্ড সংযোজন, লোকেশন ট্যাগ, কমেন্ট করা এবং ডুয়েটকে অনুমতি দেওয়াসহ ইত্যাদি। যে কোন ভিডিও বা ফটো পোস্টের মতোই আপনার টেক্সট পোস্টকে এই ফিচারগুলো গতিশীল এবং ইন্টারঅ্যাকটিভ করে তোলে৷

দেখে নিতে পারেন যে ফিচারগুলো:

টেক্সট পোস্টগুলো অফার করে বিভিন্ন ফিচার যা আপনাকে আপনার টেক্সট-ভিত্তিক কনটেন্টগুলো আলাদা করে তুলতে সাহায্য করে। এখানে এর কিছু হাইলাইট দেয়া হল:

স্টিকার: আপনার কনটেন্টের সাথে সম্পর্কিত স্টিকার পছন্দ করে আপনার টেক্সটটিকে আরও উন্নত করুন এবং আরও কিছু আকর্ষণীয় দিক যুক্ত করুন।

ট্যাগ এবং হ্যাশট্যাগ: ভিডিও বা ফটো পোস্টের মতো, আপনি অন্যান্য অ্যাকাউন্টগুলোকে ট্যাগ করতে পারেন। সেইসাথে প্রাসঙ্গিক বিষয় বা ট্রেন্ডগুলোর সাথে সম্পর্কিত হ্যাশট্যাগগুলোও যোগ করতে পারেন৷

ব্যাকগ্রাউন্ড কালার: আপনার টেক্সটিকে পপ করাতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার থেকে বেছে নিন আপনার পছন্দের রঙ।

সাউন্ড যুক্তকরন: টিকটকে অভিজ্ঞতার মূল বিষয় শব্দ। এই কারণেই আমরা সেগুলোকে টেক্সট পোস্টগুলোতে অন্তর্ভুক্ত করেছি। আপনি আপনার লেখায় এমন টিউন যোগ করতে পারবেন যেটি পাঠকরা পড়ার সাথে সাথে আরও বেশি অনুধাবন করতে পারবে।

ড্রাফ্ট এবং ডিসকার্ড: ভিডিও বা ফটো পোস্টের মতো, আপনি আপনার ড্রাফ্টগুলোকে সংরক্ষণ করতে পারেন এবং পরবর্তীতে এডিট করার জন্য অন্যান্য অপ্রকাশিত পোস্টগুলোর সাথে সেগুলো সংরক্ষণ করতে পারেন বা সম্পূর্ণরূপে বাতিল বা ডিসকার্ড করে দিতে পারেন৷

টেক্সট পোস্টের মাধ্যমে আমাদের কমিউনিটি কী তৈরি করবে, তা দেখার জন্য আমরা আগ্রহী। টিকটকে আপনার সৃজনশীলতা প্রকাশ ও শেয়ার করার এটি একটি নতুন উপায়।