আমাদের কমিউনিটির সবাই যাতে তাদের অ্যাকাউন্টকে আরও নিরাপদ করতে পারে এবং #সাইবারস্মার্ট করে গড়ে তুলতে পারে, তার জন্যে TikTok-এ আমরা সবসময় ইনোভেটিভ সব ফিচার্স নিয়ে কাজ করে যাই। সেই ধারাবাহিকতায় আজ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে TikTok iOS ডিভাইসের জন্য পাস-কি চালুর ঘোষণা দিয়েছে। iOS ডিভাইস ব্যবহারকারীরা এখন থেকে ফেস কিংবা টাচ আইডি ব্যবহার করে আরও সহজে, আরও দ্রুত, এবং অধিক নিরাপদে তাদের TikTok অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
পাস-কি উন্মোচনের অংশ হিসেবে আমরা আজ নিজেদের ফিডো (FIDO) এলায়েন্স বা ফিডো জোটের সদস্য হিসেবে নিজেদের ঘোষণা করতে পেরে গর্বিত। FIDO অ্যালায়েন্স হল একটি উন্মুক্ত শিল্প সংস্থা যার লক্ষ্য হল অথেন্টিকেশন স্ট্যান্ডার্ডস সর্ম্পকে করা সচেতনতা বৃদ্ধি করা, যাতে ঐতিহ্যগত পাসওয়ার্ডের—যা হারিয়ে যেতে পরে বা চুরি হতে পারে—উপর নির্ভরতা কমে আসে।
পাস-কি কি?
পাস-কি হলো এক ধরনের পাসওয়ার্ড যা ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে তার ডিভাইসে থাকা বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে। যখন আপনি পাস-কি ব্যবহার করেন, তখন সব বায়োমেট্রিক যাচাইকরণ ডেটা আপনার ডিভাইসে থেকে যায় এবং TikTok-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলো সেই ডেটা অ্যাক্সেস করতে পারে না। আপনি যদি iOS ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি এরইমধ্যে অন্য অ্যাপ্লিকেশনগুলোতে পাস-কি ব্যবহার করে থাকেন। আপনি এখন থেকে চাইলেই iOS ডিভাইসের iCloud থেকে সরাসরি পাসওয়ার্ডের পরিবর্তে পাস-কি দিয়ে TikTok অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
Public-private key cryptography কৌশল ব্যবহারের মাধ্যমে পাস-কি অথেন্টিকেশন কাজ করে । এতে লগইন করতে ব্যবহারকারীকে অ্যাপল ফেস আইডি কিংবা টাচ আইডি থেকে তার পরিচয় নিশ্চিত করতে হবে। TikTok সহ অনান্য পাস-কি ব্যবহার করা অ্যাপগুলো iOS ডিভাইসে যাচাইকরণ প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো বায়োমেট্রিক ডেটা অ্যাক্সেস করতে পারে না এবং সবগুলো বায়োমেট্রিক অথেন্টিকেশনে ডেটা ব্যবহারকারীদের ডিভাইসেই থেকে যায়।
খুবই সাধারণভাবে পাস-কি হচ্ছে একটি লগইন পক্রিয়া এবং এটি খুবই শক্তিশালী, যা কোনো অ্যাকাউন্টকে অন্য কারও হাত থেকে রক্ষা করে। সহজেই চুরি হয়, ভুলে যাওয়া যায় কিংবা পুনরায় একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যায় এমন ট্রাডিশনাল পাসওয়ার্ডের মতো পাস-কি নয়। পাস-কির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি phishing-রোধী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ইন্টারনেট ক্রাইম কমপ্লেইন্ট সেন্টার (IC3) কর্তৃক প্রকাশিত এক রিপোর্টের তথ্য অনুযায়ী, phishing 2022 সালে সংঘটিত ক্রাইমগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
“পাসওয়ার্ডগুলো সুরক্ষা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য একটি বাধা। সেই সঙ্গে তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখটি দীর্ঘ হয়ে গেছে। এ কারণেই ফিডো অ্যালায়েন্স পাসওয়ার্ডবিহীন যাচাইকরণের জন্য উন্মুক্ত মান তৈরি করেছে, যা অগ্রণী পরিষেবা প্রদানকারীরা ব্যবহার করছে। যাতে গ্রাহকরা TikTok-এর মতো টপ অনলাইন সার্ভিস গুলোতে সহজে অ্যাক্সেস পেতে পারেন।” - অ্যান্ড্রু শিকিয়ার, নির্বাহী পরিচালক, ফিডো অ্যালায়েন্স
TikTok যে কারণে ফিডো অ্যালায়েন্সের সঙ্গে পার্টনারশিপ করেছে?
‘পাসওয়ার্ডের ওপর বিশ্বের অত্যধিক নির্ভরতা কমাতে’ সাহায্য করার উদ্দেশে অথেন্টিকেশনের মান উন্নয়ন ও প্রচারের লক্ষ্যে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ফিডো অ্যালায়েন্সের যাত্রা শুরু হয়। TikTok শত শত বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির সঙ্গে ফিডো জোটে যোগ দিয়েছে, যারা পাসওয়ার্ডের ওপর বিশ্বের নির্ভরতা কমাতে একত্রে কাজ করছে। জোটের সদস্য হিসেবে, আমরা ফিডো স্পেসিফিকেশনের উন্নয়নকে প্রভাবিত করতে এবং ফিডো অথেন্টিকেশনের বেস্ট প্রাকটিসগুলো নিয়ে কাজ করছি। সেই সঙ্গে এই জোট এবং এর মিশনের পক্ষে গ্লোবাল অ্যাওয়ার্নেস তৈরি করতেও আমরা ভূমিকা রাখছি।
“আমরা ফিডো জোটে যোগ দিতে পেরে আনন্দিত। কারণ আমরা লগইনের জন্য পাস-কি চালু করতে শুরু করেছি। একটি নিরাপদ পাসওয়ার্ডহীন প্রযুক্তিগুলোর প্রসারে আমরা ইন্ডাস্ট্রির শীর্ষদের সঙ্গে কাজ করছি।” - কিম অ্যালবারেলা, TikTok-এর হেড অব গ্লোবাল সিকিউরিটি
TikTok অ্যাকউন্টে যেভাবে পাস-কি চালু করবেন
TikTok কয়েকটি অঞ্চলে iOS ডিভাইসে পাস-কি চালু করা শুরু করেছে। এর মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা। এসব অঞ্চলের iOS ব্যবহারকারীরা চলতি মাস থেকেই এটি ব্যবহার করতে পারছেন। সময়ের সঙ্গে সঙ্গে অন্য ভৌগোলিক এলাকাগুলোতেও এটি চালু করবে TikTok। যখন যে অঞ্চলে চালু হবে তখন খুব সাধারণ কয়েকটি ধাপে iOS ডিভাইসের TikTok অ্যাকাউন্টে এটি চালু করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে লগইন করতে আপনাকে আপনার সংরক্ষিত পাস-কি দিয়ে লগইন করতে বলা হবে।