ম্যারাথন প্রতিযোগিতা 'তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪ রান’ ইভেন্টের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হলো টিকটক। টিকটক প্ল্যাটফর্ম ইউজারদের টিকটকের মাধ্যমে ইভেন্টটিতে যুক্ত করতে এবং স্বাস্থ্য সচেতনদের জন্য একটি নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা দেয়ার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।

টিকটকের পার্টনারশিপে এবং রান বাংলাদেশ এর আয়োজনে 'তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪ রান’ ইভেন্টটি ৮ই মার্চ ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটি মূলত হাফ ম্যারাথন এবং ফুল ম্যারাথন এর মাঝামাঝি একটি দূরত্ব পর্যায়, সর্বোচ্চ ২৫ কিলোমিটারে দৌড়ের প্রতিযোগিতা ছিল।

টিকটকের ইন-অ্যাপ ফিচার এবং এক্টিভিশনের মাধ্যমে আমাদের কমিউনিটিকে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে স্বাস্থ্যসচেতনতার সাথে আমরা যুক্ত করেছি। টিকটক অ্যাপে হ্যাশট্যাগ স্পোর্টস অন টিকটক পেইজে রয়েছে কিউআর কোড যেটি ব্যবহার করে টিকটক প্ল্যাটফর্ম ইউজাররা জানতে পেরেছে ম্যারাথনটির রুট সম্পর্কে।

রান বাংলাদেশ এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, “আমাদের এই ইভেন্টটি এআইএমএস ইন্টারন্যাশনাল সার্টিফাইড একটি দৌড় প্রতিযোগিতা। আমরা মনে করি এমন একটি ইভেন্টে সম্পৃক্ত হওয়ার জন্য টিকটক প্ল্যাটফর্মটির ব্যবহার ভক্তদের জন্য একটি দারুণ সুযোগ।"

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কনটেন্ট অ্যান্ড অপস-এর প্রধান, পূজা দত্ত বলেন "আমাদের এই পার্টনারশিপ ক্রীড়াঅঙ্গন এবং স্বাস্থ্যসচেতনতা নিয়ে টিকটকের প্রচেষ্টাকে তুলে ধরে। এছাড়া, এমন উদ্যোগ খেলাধুলা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটরদেরকেও কনটেন্ট বানাতে উৎসাহিত করে।”

ঢাকা ২৫কে ২০২৪ রান ইভেন্টটিতে ২০০০ এরও বেশি অংশগ্রহণকারী নিবন্ধিত হয়। ২০২৪ সালে বাংলাদেশের জন্য এটি একটি অন্যতম বড় ম্যারাথন ইভেন্ট।