TikTok সম্প্রতি ২০২৪ সালের প্রথম কোয়ার্টারের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। এই কোয়ার্টারের নতুন ডেটা পয়েন্ট এবং ট্রেন্ডগুলোর তথ্য প্রতিবেদনটিতে উঠে আসে। TikTok এর গ্লোবাল কমিউনিটির জন্য আমরা নিরাপদ পরিবেশ নিশ্চিত করি। যার গুরুত্ব তুলে ধরে TikTok এর এই প্রতিবেদনটি।

২০২৪ সালে বিশ্বজুড়ে আমরা মোট ১৬৬,৯৯৭,৩০৭টি ভিডিও সরিয়েছে, যা টিকটক প্ল্যাটফর্মে আপলোড করা সকল ভিডিওর প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে আমরা ১২৯,৩৩৫,৭৯৩টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ৬,০৪২,২৮৭টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে, TikTok এবার প্রথমবারের মতো কমেন্টের সেফটি টুলসগুলো ব্যবহারের মাধ্যমে সরানো এবং ফিল্টার করা কমেন্টের পরিমাণ প্রকাশ করেছে। TikTok এর কমেন্ট সেফটি টুলসের মাধ্যমে এই তিন মাসে ৯৭৬,৪৭৯,৯৪৬টি কমেন্ট সরিয়েছে এবং ফিল্টার করেছে, যা পোস্ট করা সকল কমেন্টের ১.৬ শতাংশ। এছাড়া, এই টুলস ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটররা ৩,৩৮১,৬৪৬,৭২২টি কমেন্ট ফিল্টার অথবা অপসারণ করেছে। এটি প্ল্যাটফর্ম কমিউনিটির মান বজায় রাখার জন্য TikTok এর সক্রিয় প্রচেষ্টাকে তুলে ধরে।

এদিকে বাংলাদেশে, ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে আমরা ৭,১৭১,৮৩২টি ভিডিও অপসারণ করেছি । যেখানে সক্রিয়ভাবে অপসারণের হার ৯৯.৪ শতাংশ এবং একটি ভিডিও পোস্ট করার ২৪ ঘন্টার মধ্যে এই ভিডিওগুলোর ৯৪.০ শতাংশ ভিডিও সরিয়ে নেয়া হয়। এছাড়া, তরুণদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা অ্যাকাউন্ট সরিয়েছে। এর আওতায় ১৩ বছরের কম বয়সী ইউজার হওয়ার সন্দেহে বিশ্বজুড়ে মোট ২১,৬৩৯,৪১৪টি অ্যাকাউন্ট সরিয়েছে TikTok।

TikTok এর কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা কনটেন্টগুলো শনাক্ত করতে, মূল্যায়ন করতে এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা উদ্ভাবনী প্রযুক্তি ও আমাদের কর্মীদের সমন্বয় করি। পর্যায়ক্রমিকভাবে TikTok এর প্রকাশ করা কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট থেকে প্ল্যাটফর্মের কনটেন্ট আর অ্যাকাউন্টগুলোর পরিমাণ এবং ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এই প্রতিবেদনগুলোর মধ্য দিয়ে স্বচ্ছতার প্রতি আমরা TikTok প্রতিশ্রুতি এবং গুরুত্ব তুলে ধরেছি।

২০২৪ সালের প্রথম কোয়ার্টারের প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এবং TikTok এর কনটেন্ট গাইডলাইনস, টুলস এবং নীতি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন TikTok এর ট্রান্সপারেন্সি সেন্টার। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এটি অ্যাকসেস করতে পারবেন।

এছাড়া, সরিয়ে ফেলা কভার্ট ইনফ্লুয়েন্স অপারেশনস (সিআইও) নেটওয়ার্কগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণীর প্রকাশ অব্যাহত রাখবে TikTok। এতে একটি নতুন আলাদা প্রতিবেদনে ব্যাহত হওয়া অপারেশনগুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়া থাকে।