TikTok এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কারের সাথে পার্টনারশিপের যুক্ত হয়েছে। এই পার্টনারশিপে TikTok একাধিক ইন-অ্যাপ অ্যাক্টিভেশন চালু করবে যাতে ফ্যানরা প্রথম আলো পুরস্কারের এবারের ২৪ তম আসরে আরও বেশি করে সংযুক্ত হতে পারে।

এই পার্টনারশিপের অন্যতম একটি এক্সসাইটিং ব্যাপার হল TikTok এ ভোট দেয়ার সুযোগ । একটি ডেডিকেটেড ক্যাম্পেইন পেজ এবং হ্যাশট্যাগ #MerilProthomAloAward এর মাধ্যমে ইউজাররা সহজেই TikTok থেকে তাদের প্রিয় তারকাদের ভোট দিতে পারবেন এবং সমর্থন করতে পারবেন। ৯ আগস্ট থেকে শুরু করে, ব্যবহারকারীরা TikTok অ্যাপের মাধ্যমে ভিউয়ার্স চয়েস ক্যাটাগরির অধীনে একাধিক ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন করার সুযোগ পাবেন।

এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে:

  • সেরা চলচ্চিত্র অভিনেত্রী
  • সেরা চলচ্চিত্র অভিনেতা
  • সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ/ড্রামা)
  • সেরা অভিনেতা (ওয়েব সিরিজ/ড্রামা)
  • সেরা নারী গায়িকা
  • সেরা পুরুষ গায়ক
  • সেরা অভিষেক

১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ভোটগ্রহন চলবে।

এই অনুষ্ঠানে TikTok ব্র্যান্ডের উপস্থিতি থাকবে বিশেষভাবে। এছাড়াও সেলিব্রিটিদের রেড কার্পেটে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে দেখা যাবে । TikTok ইউজারদের জন্য প্রিয় সেলিব্রিটিদের সাথে যুক্ত হওয়ার এটি এমন এক সুযোগ যা আগে কখনও আসেনি। অনুষ্ঠানের এই মোমেন্টগুলো প্রথম আলো এবং মেরিল প্রথম আলো পুরস্কার এর TikTok অ্যাকাউন্টেও দেখানো হবে, যার প্রচার পুরো এক সপ্তাহ ধরে দর্শকদের জন্য চলতে থাকবে।

পূজা দত্ত, হেড অফ কনটেন্ট অপারেশনস,TikTok দক্ষিণ এশিয়া, বলেন , "মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। TikTok বিশ্বের সবচেয়ে প্রিয় একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। TikTok এমন দারুন কিছু কনটেন্ট নিয়ে আসে যা আগে কখনো দেখা যায়নি। ক্রিয়েটরদের স্বাধীনতা ও সততার সাথে তাদের সৃজনশীলতা প্রকাশ করার জায়গা তৈরি হয়েছে এখানে। এই পার্টনারশিপের মধ্য দিয়ে, অ্যাওয়ার্ডে ফ্যানদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং সেখানে তাদের অবদান রাখার সুযোগ হয়েছে।আমাদের লক্ষ্য হল উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে অ্যাওয়ার্ডের অভিজ্ঞতাকে উন্নত করা। যেন একইসাথে সৃজনশীলতা বজায় থাকে এবং সকল ব্যবহারকারীদের কমিউনিটির মধ্যকার যোগাযোগও বৃদ্ধি পায়।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, "মেরিল প্রথম আলো পুরস্কার সবসময়ই বাংলাদেশি মিডিয়া শিল্পে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে কাজ করে আসছে। TikTok এর সাথে আমাদের পার্টনারশিপ পুরস্কারের এই ক্ষেত্রটিতে একটি নতুন মাত্রা যোগ করেছে, যা আমাদের বিনোদন এবং অংশগ্রহনমূলক কাজের পরিধিকে আরও বৃদ্ধি করেছে। TikTok প্ল্যাটফর্মের সাথে একীভূত হয়ে, পুরস্কার প্রক্রিয়ার আমরা আমাদের দর্শকদের একটি অবিচ্ছেদ্য অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি। এটি এবারের সকল কৃতিত্ব উদযাপন করতে এবং এর আয়োজনকে স্মরণীয় করে তুলবে বলে আমি মনে করি।”

১৯৯৮ সাল থেকে প্রতি বছর মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠিত হয়ে আসছে যা বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের সাফল্য এবং অর্জন গুলো উদযাপন করে আসছে। দৈনিক প্রথম আলো এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি এখন বাংলাদেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটি আয়োজনে পরিণত হয়েছে।

বিনোদনমূলক কনটেন্টের জন্য TikTok বাংলাদেশের একটি ওয়ান-স্টপ শপ হয়ে উঠছে, যেখানে সিনেমা, সঙ্গীত, অভিনয়, খেলাধুলা, খাদ্য, ভ্রমণ, শিক্ষা এবং ফ্যাশন ছাড়াও রয়েছে আরও নানা বিষয়। বাংলাদেশের TikTok কমিউনিটি ভিন্নধারার বিনোদনমূলক কনটেন্ট তৈরি করার মাধ্যমে আনন্দ নিয়ে আসছে, সৃজনশীলতা প্রকাশ করছে, এবং সংস্কৃতিকে তুলে ধরছে।TikTok এর সকল ব্যবহারকারী জন্য বিনোদন, আবিষ্কার, এবং অংশগ্রহনমূলক অভিজ্ঞতাকে উত্সাহিত করার প্রতি TikTok এর যে প্রচেষ্টা, সেটি মেরিল প্রথম আলো পুরষ্কারের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে প্রকাশ পায়।