অনেক কনটেন্ট ক্রিয়েটররা তাদের সৃজনশীলতা বাড়াতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করছেন। তাই এই ব্যাপারে আমরা স্বচ্ছ এবং দায়িত্বশীল কনটেন্ট তৈরির পলিসি অনুসরণ করি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে, সৃজনশীলতাকে আরও বৃদ্ধি করতে আমরা মিডিয়া লিটারেসি তে বিনিয়োগ করে যাচ্ছি। পাশাপাশি এর মাধ্যমে দর্শকরাও দেখতে পারছেন গুরুত্বপূর্ণ কনটেন্ট এবং তার কনটেক্সট। এই সপ্তাহে, আমরা এমন একটি নতুন টুল নিয়ে আসতে যাচ্ছি, যেটি টিকটক ব্যবহারকারীদের এআই-জেনারেটেড কনটেন্টগুলো আলাদা বা লেবেল করতে সাহায্য করবে। এছাড়া, এআই দিয়ে তৈরি করা কনটেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে লেবেল করার মেথডগুলো আমরা পরীক্ষা করা শুরু করব।
ব্যবহারকারীদের জন্য নতুন টুল
সৃজনশীলতার মাত্রাকে আরও বাড়িয়ে দেয় এআই। কিন্তু দর্শকরা যদি না জেনে থাকে কোন কনটেন্টগুলো এআই ব্যবহার করে বানানো হয়েছে, তাহলে তারা বিভ্রান্ত হতে পারেন। এআই প্রযুক্তি দিয়ে যে কনটেন্টগুলো অল্টার বা মডিফাই করা হয়, সেগুলো কনটেন্ট লেবেলিংয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা করে তুলে ধরা যায়। তাই আমরা সকল ক্রিয়েটরদের জন্য একটি নতুন টুল চালু করছি যাতে তারা এআই-জেনারেটেড কনটেন্ট পোস্ট করার সময়, সেটি তাদের কমিউনিটিকে সহজেই জানাতে পারেন।
নতুন লেবেলের ফিচারটি ক্রিয়েটরদের কনটেন্টগুলোর সৃজনশীলতাকে তুলে ধরবে।এআই দিয়ে সম্পূর্ণরূপে তৈরি করা বা উল্লেখযোগ্যভাবে এডিট করা কনটেন্টগুলোর ক্ষেত্রে ক্রিয়েটররা এই ফিচারটি ব্যবহার করতে পারবে। একইসাথে আমাদের কমিউনিটি গাইডলাইনসের সিন্থেটিক মিডিয়া নীতিকেও এটি মেনে চলে, যা আমরা এই বছরের শুরুতে চালু করেছি৷ এই পলিসি অনুযায়ী যে এআই-জেনারেটেড কনটেন্টগুলোতে রিয়ালিস্টিক ছবি, অডিও বা ভিডিও রয়েছে, সেগুলো লেবেল করতে হবে, যেন দর্শকরা ভিডিওটির প্রাসঙ্গিকতা বুঝতে পারে এবং ভুলভাবে কনটেন্টটি ব্যবহার না করে। এআই দিয়ে বানানো কনটেন্টের জন্য প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা এখন নতুন লেবেল (অথবা স্টিকার বা ক্যাপশন) ব্যবহার করতে পারবেন।
কীভাবে এবং কেন এই লেবেলগুলো ব্যবহার করতে হবে তা আমাদের কমিউনিটিকে জানানোর জন্য, আগামী সপ্তাহগুলোতে শিক্ষামূলক ভিডিওসহ আরও কিছু রিসোর্স আমরা প্রদান করব। আমরা আশা করি যে, সময়ের সাথে সাথে, ক্রিয়েটররা এবং দর্শকরা ভেরিফাইড অ্যাকাউন্ট ব্যাজ এবং ব্র্যান্ডেড কনটেন্ট লেবেল ব্যবহার করতে থাকবে।
স্বয়ংক্রিয়ভাবে এআই-জেনারেটেড কনটেন্ট লেবেল পরীক্ষা
আমরা একাধিকবার এআই-জেনারেটেড কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে লেবেল করেছি। এই সপ্তাহে, আমরা একটি "এআই-জেনারেটেড" লেবেল পরীক্ষা করা শুরু করব। এমন সব কনটেন্টে এটি অটোমেটিক্যালি প্রয়োগ করা হবে, যেই কনটেন্ট আমরা এআই এডিটেড হিসেবে শনাক্ত করি। “টিকটক এআই” নামের সকল এফেক্টগুলোর এবং সংশ্লিষ্ট এফেক্ট লেবেলগুলোর নাম পরিবর্তন করে “এআই” রাখা হবে। এছাড়া, আমাদের এফেক্ট হাউস ক্রিয়েটরস এর গাইডলাইনসটিও আমরা আপডেট করেছি।
এই প্রচেষ্টাগুলোর পিছনে আমাদের লক্ষ্য হল এক্সিস্টিং কনটেন্ট নিয়ে কাজ করা। আমাদের কমিউনিটিকে টিকটক এফেক্ট লেবেলস এবং এআই-জেনারেটেড কনটেন্ট সম্পর্কে অবগত রাখাই আমাদের উদ্দেশ্য। যার মধ্য দিয়ে তারা নিজেরাই স্পষ্টভাবে এই বিষয়গুলো বুঝতে পারে।
বিশেষজ্ঞদের সঙ্গে পার্টনারশিপ
আমাদের সেফটি এডভাইসরি কাউন্সিলের সাথে পরামর্শ করে এই আপডেটগুলো আমরা তৈরি করেছি। এতে আরও যুক্ত ছিলেন এমআইটি-এর ড: ডেভিড জি. র্যান্ড সহ অন্য বিশেষজ্ঞরা। দর্শকরা বিভিন্ন এআই লেবেলগুলো নিয়ে কীভাবে কি ভাবছে, সেটি এই বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেন৷। আমাদের "এআই-জেনারেটেড লেবেলস"-এর নির্দেশনাটি ডিজাইন করতে ড. র্যান্ডের গবেষণাটি সাহায্য করেছে।
এফেক্টিভ লেবেলিং পলিসি ডেভেলপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আমরা দেখেছি যে, এআই দিয়ে তৈরি করা কনটেন্টে "এআই জেনারেটেড" শব্দটি ব্যবহার করা হলে বিশ্বের বেশিরভাগ মানুষ তা বুঝতে পারে।
এআই যে ধরনের জটিলতা সৃষ্টি করে, সেটি একটি প্ল্যাটফর্মের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। তাই আমরা আমাদের সহকর্মী, এবং বিশেষজ্ঞদের সাথে আমাদের পার্টনারশিপ চলমান রেখেছি। রেসপন্সিবল প্র্যাকটিস ফর সিন্থেটিক মিডিয়া এর সাথে আমাদের পার্টনারশিপ নিয়ে ফেব্রুয়ারি মাসে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এটি এআইয়ের স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য একটি ইন্ডাস্ট্রি তে বেস্ট প্রাকটিস এর একটি কোড হিসেবে কাজ করে। আগস্ট মাসে আমরা, অলাভজনক প্রতিষ্ঠান ডিজিটাল মোমেন্টের সাথে কাজ করেছি যেখানে তরুণরা এআই অনলাইন নিয়ে তাদের মতামত তুলে ধরেছে।
এআই নেভিগেট করা
এআই-জেনারেটেড কনটেন্ট একটি দারুন সুযোগ। এটি বিকশিত হওয়ার সাথে সাথে আমাদের পদ্ধতিও উন্নত হবে। আমরা এর আপডেটগুলো মূল্যায়ন করার সাথে সাথে এটি বার বার পরীক্ষা-নিরীক্ষাও করতে থাকব।পাশাপাশি সাম্প্রতিক এআই-জেনারেটেড কনটেন্টগুলো কিভাবে নিরাপদভাবে নেভিগেট করতে হয়, সেই বিষয়ে আমাদের কমিউনিটির সাথে আমরা কাজ করব।