মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ নিয়ে স্টিগমা বা প্রচলিত কুসংস্কার দূর করতে এবং তা নিয়ে সচেতনতা গড়তে কাজ করে এমন কমিউনিটিগুলো টিকটকে সাফল্য লাভ করে চলেছে। এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমরা আমাদের কমিউনিটির শক্তি, সাহস এবং রেসিলিয়েন্সকে তুলে ধরছি। আমরা এটি বলতে চাই যে, একে অপরকে মানসিক সুস্থতার উন্নতিতে সহায়তা করলে এবং অগ্রাধিকার দিলে, আমরা সবাই একসাথে ভাল থাকতে পারি।

মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপ

মানসিক সুস্থতা সম্পর্কে জানতে আমরা অ্যাক্সেস দিয়ে যাচ্ছি আমাদের কমিউনিটির তথ্য এবং রিসোর্সের। একই সাথে মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের সংস্থাগুলোর সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে, রেয়ার ইমপ্যাক্ট ফান্ড সংস্থার সাথে টিকটক পার্টনারশিপ করেছে। গ্লোবাল নেটওয়ার্ককে সাপোর্ট করার উদ্দেশ্যে এই পার্টনারশিপের মধ্য দিয়ে রেয়ার ইমপ্যাক্ট ফান্ড বেনিফিটকে ২৫০,০০০ ডলার স্পন্সর করা হয়েছে। ৪ অক্টোবর অনুষ্ঠিত বেনিফিট, তহবিল সংগ্রহ করার পাশাপাশি বিশ্বের তরুণদের জন্য মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার অ্যাক্সেস প্রসারিত করে এমন সংস্থাগুলোর গুরুত্ব তুলে ধরেছে। মেন্টাল হেলথ এবং সেলফ-একসেপ্টেন্সের প্রতিশ্রুতির অংশ হিসাবে সেলেনা গমেজ রেয়ার ইমপ্যাক্ট ফান্ড তৈরি করেছিলেন।

"রেয়ার ইমপ্যাক্ট ফান্ডে, তরুণরা আমাদের অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কোন মতামত বা গল্প শেয়ার করার জন্য প্রতিনিয়ত আমরা তাদের সাথে দেখা করি। আমাদের লক্ষ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কিত স্টিগমা দূর করা এবং মানসিক স্বাস্থ্য আর আত্ম-স্বীকৃতি সম্পর্কে আরও ইতিবাচক কথোপকথনকে অনুপ্রাণিত করা। টিকটক আমাদের এই লক্ষ্যকে সমর্থন করে। তাই আমরা টিকটকের মতো কোম্পানির সাথে কাজ করতে পেরে আনন্দিত। মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষায় ও এর রিসোর্সগুলোতে অ্যাক্সেস বাড়ানো এবং সর্বত্র তরুণদের তাদের নিজস্ব মানসিক অবস্থা বুঝতে শেখানোর জন্য আমরা একসাথে কাজ করে যাবো।" - এলিস কোহেন, প্রেসিডেন্ট, সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড ইনক্লিউশন, রেয়ার বিউটি এবং প্রেসিডেন্ট, রেয়ার ইমপ্যাক্ট ফান্ড

মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে মতামত প্রদানের জন্য গ্লোবাল টিকটক কমিউনিটি একটি নিরাপদ এবং ইতিবাচক স্থান তৈরি করে চলেছে। যার অন্তর্ভুক্ত কিছু বিষয় হলো #MentalHealth, #SelfCare এবং #MentalHealthAwareness যা যথাক্রমে এখন পর্যন্ত ১০০+ বিলিয়ন, ৫০+ বিলিয়ন এবং ২৫+ বিলিয়ন ভিউ অর্জন করেছে বিশ্বজুড়ে।

অনুপ্রেরণামূলক গল্প এবং ব্যক্তিগত সুস্থতার বিষয়গুলো শেয়ার করার মধ্য দিয়ে আমাদের গ্লোবাল ক্যাম্পেইন, #MentalHealthAwareness: Better Together এ যোগ দিতে অক্টোবর মাসে আমরা আমাদের গ্লোবাল কমিউনিটিকে আমন্ত্রণ জানাই। যেখানে ব্যবহার করা হয়েছে #MentalHealth এবং #SelfCareমানসিক স্বাস্থ্য সম্পর্কিত আমাদের নতুন হাব এর মাধ্যমে প্রয়োজনীয় রিসোর্সগুলোতে অ্যাক্সেস পেতে পারেন।এছাড়া এর মাধ্যমে বিশেষজ্ঞদের কাছ থেকেও আপনি তথ্য জানতে পারেন এবং প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হতে পারেন।

বাংলাদেশে, টিকটকের মেন্টাল হেলথ ক্যাম্পেইনের জন্য আমরা বিভিন্ন ব্যক্তিদের সাথে কাজ করেছি যাদের মধ্যে রয়েছেন নানজিবা, জুবায়ের এবং বিখ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের সুপ্রতিষ্ঠিত এনজিও ব্র্যাক এবং ইউনিসেফ সাউথ এশিয়ার সাথে আমরা এই ক্যাম্পেইনে কলাবরেট করেছি মেন্টাল হেলথ বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। লাইফস্টাইল ইনফ্লুয়েনজার থেকে শুরু করে সেলিব্রিটি এবং কমিউনিটির বিশেষজ্ঞরা আমাদের মানসিক স্বাস্থ্য সচেতনতার বার্তাকে প্রসারের লক্ষ্যে একসাথে কাজ করেছে। এছাড়াও, মানসিক সুস্থতা বা ওয়েল বিয়িংয়ের বিষয়গুলোর সাথে ইউজারদের সম্পৃক্ত করতে আমাদের ক্যাম্পেইনের ওয়েলনেস হাব পেইজ ইউজারদের রিসোর্স প্রদান করে।

টিকটকে আমাদের কমিউনিটির মেন্টাল হেলথ এবং ওয়েল-বিয়িং সমর্থন করতে আমরা আমাদের প্ল্যাটফর্মে এবং এর বাইরেও প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সবাইকে #MentalHealthAwareness সম্পর্কে আরও জানাতে এবং প্রচার করতে উৎসাহিত করি যাতে আমরা আমাদের যাত্রায় একসাথে আরও ভালো কিছু করতে পারি।


* পদ্ধতি

কমিউনিটি ওয়েল-বিয়িং সার্ভে হলো ২০২৩ সালের সেপ্টেম্বরে টিকটক দ্বারা পরিচালিত একটি ইন-অ্যাপ সার্ভে। বিশ্বের ২৯টি মার্কেটে, ১৮ বছরের বেশি বয়সী এমন ৩৭,০০০ এর বেশি ইউজার এই সার্ভে অংশগ্রহণ করে।